আপত্তিঃ মুসলমানদের কাছে প্রশ্ন, নবীর স্ত্রীরা যদি তাদের মা হয়। তাহলে নবীর মেয়েকেও কেন তারা মা বলে- মাতুব্বর আজাদ অভিজিৎ।
এটাও আপত্তি….!
কিছু মানুষ আছে এতটাই হাদারাম যে, শত্রু পক্ষের ব্যাপারে যাই বলা হোক। চোখ বুঝে গিলে ফেলবে। অথচ এই লোকটাকেই যদি তার বিরোধীপক্ষ খুবই যুক্তিযুক্ত ভাবে আসলেই বাস্তবসম্মত কিছু বলে তারপরও সে মেনে নিবে না।
–এই যদি হয় সত্য সন্ধানের অবস্থা তাহলে পৃথিবীতে মিথ্যা বৈ আর কিছুই থাকবে না।
হাতে গণা কিছু নাস্তিকরা ছাড়া প্রায় প্রত্যেকেই আজকাল এই ধরনের মনমানসিকতা পোষণ করে থাকে। বুঝিনা, তারা মানুষকে ভাবেটা কি! মানুষের কি ব্যাসিক জ্ঞানটুকুও নেই। মাঝে মাঝে সন্দেহ হয় তারা কি এগুলো বুঝে বলে, নাকি তাদের চিন্তার কোয়ালিটিই এমন!?
প্রথমত মা শব্দটি বলতেই আমরা জন্মদাত্রী মাকে বুঝাই না,পৃথিবীতে জন্মদাত্রী মাকে ছাড়া আরো বহু মানুষকে মা ডাকার প্রচলন বিভিন্ন জাতিতে রয়েছে। যাদের মধ্যে রক্তসম্পর্কীয় বিবেচনা ধর্তব্য নয়। সুতরাং সে হিসেবে এই আপত্তি নিছক বোকামি।
আমি জানি, ইশারাতে অনেকের কাজ হয় না, বরং ধাক্কা দেয়া লাগে। তাদেরকেই বলছি..
আপনার দাদি/নানির মাকে আপনি কী বলেন? নিশ্চয়ই ‘বড়মা’ কিংবা ‘বুড়োমা’ ইত্যাদি কিছু একটা। তাহলে পাল্টা আমি-ই আপনাকে প্রশ্ন করছি, একজনের (আপনার নানির) ‘মেয়ে এবং তার মা’ দুজনেই আপনার ‘মা’ হয় কি করে?
আবার যদি আপনার নানির নানিকে কিছু একটা বলে সম্বোধন করতে বলি, (বেঁচে থাকুক আর নাই বা থাকুক, সম্পর্কে তো কিছু একটা হবে) তাহলে আপনি কি বলে ডাকবেন? এই ধরনেরই কিছু। সুতরাং সেখানে কি আপনাকে টেনে এনে জাস্টিফাই করা হবে, ‘একই সাথে করো মেয়ে এবং মা’ আপনার মা হয় কি করে।
এই ধরনের যুক্তি দেখাতে আমার খুবই লজ্জা লাগে। কিন্তু কী করবো? মাঝে মাঝে নাস্তিকরা আপত্তি করতে গিয়ে বিদ্বেষবশত কমনসেন্সটাও
যে হারিয়ে ফেলে। এজন্য বলি, ‘ইসলাম’ সম্পর্কে কোন মন্তব্য করার আগে অন্ততপক্ষে দশবার ভাবা উচিৎ।
কথায় আছে..
‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।’
সত্যমনা লেখক-
Robiul Islam.
ফাতেমা রাঃ উম্মতের বোন হয়। যে বা যারা ফাতেমা রাঃকে মা বলে সম্বোধন করে তার বেদাতি, মাজারী নামে পরিচিত।
উত্তরমুছুনসুপ্রিয় পাঠক, আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
মুছুনআমাকে ভুল বুঝবেন না। আমি ফাতেমা (রাঃ) কে মা বলার পক্ষে না। আমি শুধুমাত্র নাস্তিকদের পয়েন্ট অফ ভিউ থেকে উত্তর দিয়েছি.. এটা বুঝানোর জন্য যে তাদের চিন্তার কোয়ালিটি কতটা দুর্বল....
উত্তরমুছুন