নাস্তিকদের সবচে বড় হাতিয়ার বাকাক্রমণ ও ব্যঙ্গচিত্র। পৃথিবীর যে কোনো দেশের নাস্তিকদের ভেতর চোখ বন্ধ করে আপনি এই গুণ পাবেন। আমাদের দেশের নাস্তিকরা আরো এগিয়ে। যে ইতিহাস আমরা দেখে এসেছি। এখনো দেখছি। যৌক্তিক ও তাথ্যিক আলোচনায় পরাজিত হলেই শুরু হয়ে যায় অকথ্যভাষা প্রয়োগ। তথ্যসন্ত্রাস ও অপপ্রচার বঙ্গীয় নাস্তিকরা খুব ভালোভাবেই আত্মস্থ করে।
ঠিক এই একই পথে হেঁটে ছিলেন সুইডেনের লার্স ভিলকস। কার্টুন দিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করে ছিলেন এই সমালোচিত কার্টুনিস্ট। নবী মুহাম্মাদ আরবি (সা.) এর সাথে বেয়াদবি করে ঘৃণ্য হয়ে বেঁচে ছিলেন।
গতকাল ৩ অক্টোবর ২০২১ ইং এ রোড অ্যাক্সিডেন্টে ঘৃণ্যতমই মৃত্যু হয়েছে তার। অর্থাৎ বেঁচে থেকে ছিলেন যেমন অপমানিত হয়ে। তেমনি মৃত্যুটাও হয়েছে যিল্লতির সাথে।
সর্বোপরি এদের মতো হাজারো নাস্তিক কার্টুনিস্টদের বিদ্রুপের নবী মুহাম্মাদ আরবি সা. এর সামান্য তমো মর্যাদা ক্ষুণ্ণ হবে না। যার সম্মান ও মর্যাদা খালেকের পক্ষ থেকে তাকে অসম্মান মাখলুকের পক্ষ থেকে কিভাবে সম্ভব । তেজোদ্দীপ্ত সূর্যের দিকে তাকিয়ে ভেটকি দেয়ার মতো।
নাস্তিকতার উগ্রতা থেকে মানুষ বেঁচে থাকুক।
সত্যমনা লেখক
আহমাদ আব্দুর রাজ্জাক
COMMENTS