নওমুসলিমের জীবন গল্প (৪)খ্রিস্টান থেকে মুসলিম।
১/ ছিন্টু রায় (৪৫)
২/ তার স্ত্রী লিন্ডা রায় (৩৫),
৩/ ছেলে ভিক্টর রায়,
৪/ এডমন্ড রায় (১৩)
৫/ মেয়ে উর্মী রায় (৬)
বরিশালের গৌরনদী উপজেলায় সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করলেন উপরোল্লিখিত ৫ জন খ্রিস্টান ধর্মালম্বী।
ধর্ম ত্যাগ করে নিজেদের নাম পরিবর্তন করে রেখেছেন। যথাক্রমে...
১/ সেন্টু ইসলাম খলিফা,
২/ আয়েশা খলিফা,
৩/ তামিম ইসলাম খলিফা,
৪/ রিয়াজুল ইসলাম খলিফা
৫/ উর্মী ইসলাম খলিফা
বৃহস্পতিবার (২৫ নভেম্বর ২০২১) বিকেলে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহর আদালতে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে নিজেদের নাম পরিবর্তন করেন তারা।
এই পরিবারটির খ্রিষ্টান ধর্ম ত্যাগ করা এবং ইসলাম ধর্ম গ্রহণ করা কি শখের বসেই হয়েছে? নাকি জোরজবরদস্তি করে তাদেরকে মুসলমান বানানো হয়েছে ? না হয় তারা স্বধর্ম ত্যাগের প্রয়োজন বোধ করলো কেন?
কোনোটাই নয়। না তারা শখের বসে ইসলাম গ্রহণ করেছে। আর না জোর করে করানো হয়েছে। তারা বাপদাদার দেখানো পথ ও মতকে অন্ধভাবে আঁকড়ে ধরে থাকতে চান নি। বরং যাচাই-বাছাই করে দেখতে চেয়েছেন কোনটি প্রকৃত সত্যধর্ম। যার ফলশ্রুতিতে পেয়েছেন শান্তির ধর্ম ইসলামকে।
কেন ধর্ম পরিবর্তন করেছেন! সে সম্পর্কে সেন্টু ইসলাম খলিফা নিজেই বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়াজ শুনে ও ইসলামিক বই পড়ে স্ত্রী-সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার প্রথমে স্থানীয় মসজিদের ইমামের কাছে স্ত্রী-সন্তানদের নিয়ে স্বেচ্ছায় কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করি। ওইদিনই বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে এফিডেভিট সম্পন্ন করেছি। ইসলামী আদর্শ নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে চাই।
এই পরিবারের ইসলাম গ্রহণ কি আপনার এই অনুভূতিটুকুও জাগাচ্ছে না যে, ইসলাম সম্পর্কে আপনারও একটু পড়াশোনা করা উচিৎ। জীবন তো একটাই। এই জীবনে সত্য পর্যন্ত পৌঁছতে না পারলে যে অনেক মাশুল গুনতে হবে।
সত্যমনা লেখক
Robiul Islam.
Mashaallah
উত্তরমুছুন