ফিরে আসার গল্প (১)
ফিরে আসার গল্পগুলো কখনো অদ্ভুত। কখনো অভিভূত। কখনো আকস্মিকতায় শরীর শিউরে ওঠে। কখনো আনন্দময়তায় হৃদয় সিক্ত হয়। তবে যাইহোক না কেন, এসব গল্প পড়লে শক্ত হৃদয়ও আন্দোলিত হয়। আলোড়িত হয়। শান্তি ও প্রশান্তি পায়।
সানা খান। ২১ আগস্ট ১৯৮৮ (বয়স ৩৩) মুম্বই, মহারাষ্ট্র, ভারতে জন্ম তার । মুসলিম পরিবারে জন্মালেও ইসলাম থেকে ছিলেন অনেক দূরে। এ জন্য তার জীবনটা ছিলো 'মনচাহি জিন্দেগী' টাইপের। কর্মজীবন শুরু হয়েছিল ২০০৫ এ চলচ্চিত্রের মাধ্যমে। ৫ টি ভাষায় ১৪ টি চলচিত্রে কাজ করেন। এতোটাই জনপ্রিয় ছিলেন চলচিত্র জগতে, আন্তর্জাতিক তামিল চলচিত্র পুরস্কার, জি বিনোদন পুরস্কার এবং স্টারডাস্ট পুরস্কারও বাদ যায়নি। জনপ্রিয়তার তুঙ্গে এই মানুষটার দ্বীনে ফেরার কারণটা কী ছিলো? কিসের অভাব ছিলো তার?
একটা সময় অশালীন পোশাকে নোংরা চলচ্চিত্র করে অশ্লীলতার স্রোতে ভাসাতো সমাজ, জাতি, দেশ। হঠাৎ
২০২০ সালের ৮ অক্টোবর তিনি এ জগৎকে অব্যাহতি দিলেন। বললেন, আল্লাহর পথে চলতে চাই। মানবতার কাজ করতে চাই।
সত্যি সত্যি তিনি ফিরলেন। ভালোর পথে, আলোর পথে, কল্যাণের পথে তিনি ফিরলেন। কিন্তু সমাজের চরিত্রহীন ধর্মবিমুখ মানুষগুলো তার পিছু নিলেন। ব্যাঙ্গ বিদ্রূপ করতে লাগলেন। অপমান অপদস্ত করার চেষ্টা করলেন। হ্যাঁ ধর্মহীনরা সব সময় চায় অশ্লীলতা। মানবতার পথে প্রতিবন্ধকতা । তবুও সানার মতো যারা ফিরে আসে তারা টলে না। তারা ওদের কথায় থেমে যায় না। তারা বলে __'শুধু খ্যাতি আর অর্থের পিছনে ছুটবেন না। পাপের জীবন ছাড়ুন। মানবতার সেবা করুন, সৃষ্টিকর্তার ঠিক করে দেওয়া পথ ধরুন। তাই আমি আজ শোবিজ ছেড়ে দেওয়ার কথা জানালাম। সৃষ্টিকর্তার পথ ধরে এগোব এবার থেকে।'
তারা আরো বলে__‘‘লোককে এত ভয় পেয়ে চলো কেন? তুমি কি এই আয়াত পড়নি? ‘আল্লাহ জিসে চহে ইজ্জত দেতে হে, অর আাল্লাহ জিসে চহে জিল্লাত দেতে হে… কাভি ইজ্জতো মে জিল্লত ছুপি হোতি হ্যায়, তো কভি জিল্লতো মে ইজ্জত!’’
যেমনটি সানা খান বলেছেন।
জীবনের তেজোদ্দীপ্ত সূর্যটা একদিন রক্তিম হবে। তার আলো হারিয়ে ফেলবে। জীবন-জগৎকে আঁধারে ঢেকে দিবে। জীবনের সমাপ্তি হবে। নতুন এক জগতের দিকে অনন্তকালের যাত্রা শুরু হবে। কিন্তু কিছু মানুষ সানা খানের মতো ফিরতে পারবে না। তারা হারিয়ে যাবে। হারিয়েই যাবে। তবুও ফিরবে না। ফিরতে পারবে না।
সানা খানের এই নতুন জীবন খ্যাতি প্রিয় মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। যারা খ্যাতি আর অর্থমোহে ফিরতে পারে না আপন নীড়ে।
সত্যমনা লেখক
আহমাদ আব্দুর রাজ্জাক
সত্যমনা ডট কম
Alhumdulillah
উত্তরমুছুন