"সূর্যাস্ত দেখতে কুয়াকাটায় গিয়ে ছিলাম। রক্তিম সূর্যটা ধীরে ধীরে সাগরে তলিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সূর্যটা সাগরে ডুবে গেলো আর এক ধূসরিত সন্ধ্যা নামল। বললাম, তেজোদ্দীপ্ত সূর্যটা শেষমেশ সাগরে ডুবে গেলো।"
আপনি আমার এই অবস্থা কোথাও বর্ণনা করলেন। আর একপাল নাস্তিক আপনাকে বলা শুরু করলো, আপনি মূর্খ। আপনি অজ্ঞ। আপনি কিছুই জানেন না। কারণ, সূর্য তো পানিতে ডুবে না। সাগরে ডুবে না। সে তার কক্ষপথে ঘুরে।
সত্যমনা ডট কম
অসাধারণ লজিক।
উত্তরমুছুনঅসাধারন
উত্তরমুছুনঅসাধারণ লেখা
উত্তরমুছুনজাজাকাল্লাহ খাইরান চালিয়ে যাও
উত্তরমুছুনJakahlla
উত্তরমুছুন