আপনি কি নাস্তিকতাবাদের ঘোর আঁধারে কিংবা সংশয়বাদের ঘুটঘুটে অন্ধকারে পথ হারিয়ে
ফেলেছেন!? আপনি কি নাস্তিকদের অপপ্রচার ও বিভ্রান্তির জালে আটকে গিয়েছেন!
অথবা আপনি
কি সত্য ধর্ম খোঁজে অস্থির? শুধুমাত্র বংশপরম্পরায় পাওয়া কোন রীতিকে জাস্টিফাই না
করে মানতে অনিচ্ছুক? বরং সত্যকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছেন? সবকিছুকে
যৌক্তিকভাবে বিশ্লেষণ করতে ভালোবাসেন?
তাহলে 'সত্যমনা' (sotto-mona.com) আপনার জন্য
এক বড় নেয়ামত।
আপনার কোনো বন্ধু, প্রিয়োজন, প্রতিবেশী বা পরিচিত কেউ এই সমস্যায় ভুক্তভোগী। কিংবা
এমন কেউ আছে, যে বিজ্ঞান ও যুক্তির আলোকে ইসলামের উপর পড়াশোনা করতে ভালোবাসে?
তাহলে
আপনি এই বার্তা তাদের কাছে পৌঁছেদিন। তাদেরকে সত্যের পথে ফিরেয়ে আনার জন্য আপনার
সামান্য পৌঁছে দেয়াই যথেষ্ট হবে ইনশাআল্লাহ।
সর্বোপরি হেদায়েতের মালিক আল্লাহ
সুবহানাহু ওয়া তাআ'লা। আমরা শুধু চেষ্টা করতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের সামান্য
কার্যক্রম অনেক ভাইয়ের সংশয় দূর করেছে। নাস্তিকতাবাদের আঁধারে কিছুটা হলেও তাদেরকে
আলো দিয়েছে। 'ইসলামই একমাত্র সত্যধর্ম' এটা জোর গলায় বলতে শিখিয়েছে।
'সত্যমনা' ➡
আপনাকে প্রশ্ন করতে উৎসাহী করে।
'সত্যমনা' ➡ আপনাকে সত্যের পথ দেখাতে সাহায্য করবে।
'সত্যমনা' ➡ যুক্তি ও তাথ্যিক আলোচনায় বিশ্বাসী। যুক্তির আলোকেই 'সত্যমনা' সমস্ত
কথা বলে।
তাই নিরব না থেকে নিঃসংকোচে প্রশ্ন করুন 'সত্যমনা' এর ফেইসবুক পেইজে। আর
যুক্তি প্রমাণে সন্তুষ্টকর উত্তর জেনে নিন।
ভালো একটি প্লাটফর্ম পেলাম।
উত্তরমুছুনএই প্লাটফর্মটি পেয়ে অনেক উপকৃত হলাম
উত্তরমুছুনআল্লাহ আপনাদের দাওয়াকে কবুল করুন।
উত্তরমুছুনঅসাধারণ প্লাটফর্ম
উত্তরমুছুননবী কিসের তৈরী্্্্্্্ নামাজ না পরলে জান্নাতে যাওয়া যাবে
উত্তরমুছুননবী কিসের তৈরী্্্্্্্ নামাজ না পরলে জান্নাতে যাওয়া যাবে
উত্তরমুছুনএই ধরনের প্রশ্নের উত্তর জানতে চাইলে ভালো হবে আপনার আশেপাশের আলেমদের থেকে জেনে নিন।
মুছুন