আমি সাইন্স ব্যাকগ্রাউন্ড এর একজন স্টুডেন্ট । ধর্মকে ভালো মতোই ফলো করতাম গতপরশু ইউটিউবে কিছু ভিডিও দেখার পর সংশয়বাদি হয়ে গিয়েছিলাম। অনেক ঘাবড়ে গেলাম।কেমন যেন নাস্তিকতাকেই ঠিক মনে হচ্ছিলো।
উক্ত সংশয় দূর করার জন্য ও বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অনেক পেইজ, গ্রুপ খোজাখুজি করেছি অনেকের কাছে গিয়েছি। শেষমেশ 'সত্যমনা' নামে এই প্লাটফর্মকে আমি খুঁজে পাই। তারা নাস্তিকতা ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে কাজ করে। এবং বিভিন্ন মানুষের সংশয় দূর করে থাকে।
অতঃপর আমি তাদের 'সত্যমনা' পেইজে যোগাযোগ করি। তারা আমাকে তাদের ওয়েবসাইটের (sotto-mona) কিছু লেখা সাজেস্ট করে। লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লাগে। আস্তে আস্তে সংশয় দূর হতে থাকে।
আমার প্রশ্নের পরিমাণ যেহেতু বেশি তাই তাদের একজন লেখক আমাকে কল দিয়ে ১.৩০ ঘন্টার মতো কথা বলে অনেক বিষয়ই ক্লিয়ার করছেন। আলহামদুলিল্লাহ এখন একটু সস্থি ফিরে পেলাম। ধন্যবাদ ভাইকে ও সত্যমনাকে আমায় সময় দেয়ার জন্য।
আলহামদুলিল্লাহ।
উত্তরমুছুন