আমাদের সম্পর্কে
সত্যমনা সম্বন্ধে
সত্যমনা ডট কম বাংলাদেশের অন্যতম একটি অনলাইন প্লাটফর্ম। যা ন্যায় প্রতিষ্ঠা ও ধর্মীয় অধিকার আদায়ের কাজ করে। সত্যমনা ডট কম ইসলাম, তুলনামূলক ধর্মতত্ত্ব, প্রশ্নোত্তর, মতবাদসমূহ, গল্প-সাহিত্য, নাস্তিকতাবাদের অসারতা, এবং এ সম্পর্কে বিজ্ঞান, দর্শন এর ব্যাখ্যা,ও উক্ত বিষয়গুলোকে ঘিরে মুক্তচিন্তা বিষয়ক লিখালিখির জনপ্রিয় একটি প্লাটফর্ম।
সত্যমনা'র দৃষ্টিভঙ্গি
সত্যমনা হলো সত্যানুসন্ধানী, সত্যাগ্রহী, সত্যানুরাগী ও সত্যানুরক্তি। সর্বোপরি সত্যমনা মানেই সত্যকে খুঁজে বের করার সীমাহীন তৃষ্ণা। যে শুধু মুক্তচিন্তায় ঝুলে থেকেই তৃপ্ত হবে না। বরং হবে সত্যের নিকট পৌঁছার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
আমাদের লক্ষ্য
উদ্ভাবিত মুক্তচিন্তা পূর্ণতা পাক সত্যের ছোঁয়ায়। মিথ্যা সন্দেহ ,সংশয়ের, অবসান ঘটিয়ে সত্যকে প্রতিষ্ঠা। সত্য ও শান্তির ধর্ম ইসলামের দাওয়াত পৌঁছে দেয়া।
সতর্কতা
নাস্তিকদের উগ্রতা, ইসলামোফোবিয়া, ইসলামের বিরুদ্ধে তথ্যসন্ত্রাস, অপপ্রচার, ব্যাঙ্গাত্মক কার্যক্রম ও অশালীন ভাষায় গালিগালাজের কারণে বারবার আহত হয়েছে ধর্মপ্রাণ মুসলিমরা। যার ফলে পক্ষ-বিপক্ষ অপরাধ সংগঠিত হয়েছে প্রিয় বাংলাদেশে। আমরা এ ধরনের বিষয়গুলোকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করি। আমরা চাই তাত্ত্বিক ও যৌক্তিক ভাবে সত্যকে তুলে ধরতে। যারা জ্ঞানগর্ভ তাত্ত্বিক ও যৌক্তিক লিখনিতে বিশ্বাসী তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই।
আমরা কারা
সত্যমনা ডট কম এর প্রতিষ্ঠাতা ও সত্যমনা লেখক রবিউল ইসলাম ও আহমাদ আব্দুর রাজ্জাক। আমাদের সাথে রয়েছেন একঝাঁক তরুণ সত্যমনা লেখক। পাশাপাশি অসংখ্য সত্যমনা পাঠকদেরকে নিয়ে আমাদের পথ চলা।
খুব অসাধারণ একটি প্লাটফর্ম
উত্তরমুছুনবর্তমানে এমন একটা প্লাটফর্ম খুবই প্রয়োজন ছিল।
উত্তরমুছুন