আমার নাম- বাশারুল শেখ।
মুরশিদাবাদ, ভারত।
আমি মনে মনে ভাবতাম যে এমন একটা অনলাইন প্লাটফর্ম থাকলে ভালো হতো, যেখানে মানুষ প্রশ্ন করে উত্তর জানতে পারবে। কারণ বর্তমানে অনেক নাস্তিক সংশয়বাদীরা সাধারণ মানুষের মনে সংশয় সন্দেহ ঢুকিয়ে দিয়ে তাদেরকে ভুল পথে পরিচালিত করছে।
একদিন আমি আমার বন্ধু রোহান খানের কাছ থেকে সত্যমনা'র (sotto-mona) খোঁজ পেলাম। সে বললো এই প্লাটফর্মে নাস্তিক সংশয়বাদী দের যে কোন প্রশ্নের উত্তর দেয়া হয়। সত্যমনা'র খোঁজ পেয়ে আমি অত্যন্ত খুশি হলাম।
এরপর আমি বেশ কয়েকটি প্রশ্ন করি সত্যমানা'র ফেইসবুক পেইজে। কয়েকদিনের মধ্যেই তারা আমাকে সন্তুষ্টিকর উত্তর দেয়। উত্তরগুলো পেয়ে আমি অত্যন্ত খুশি হই। কারণ সংশয় দূর করার অথেনটিক ও উপযুক্ত উত্তর পেয়েছি এই সত্যমনা প্লাটফর্ম থেকে।
সত্যমনা যে উদ্যোগ নিয়েছে শুধুমাত্র দু'একটা বাক্য লেখার মাধ্যমে তার শুকরিয়া আদায় করা সম্ভব নয়। বর্তমান যুগে এই খেদমতের গুরুত্ব এতই বেশি যে একমাত্র আল্লাহই এর মূল্য দিতে পারেন।
পরিশেষে আপনাদের কাছে আমার ব্যক্তিগত একটি রিকুয়েষ্ট যে, নাস্তিক সেকুলারদের বিরুদ্ধে সত্যমনার এই কার্যক্রম যেন কেয়ামত পর্যন্ত জাড়ি থাকে। ইনশাআল্লাহ।
★ প্রশ্নোত্তরে সত্যমনা ★
• আপনার প্রশ্নটিও পাঠিয়ে দিতে পারেন সত্যমনা'র ফেইসবুক পেইজে।
• সত্যমনা'র সমস্ত লেখা পড়তে ভিজিট করুন সত্যমনা'র (SOTTO-MONA) ওয়েবসাইটে।
Right
উত্তরমুছুনMasallah
উত্তরমুছুনমাশাল্লাহ
উত্তরমুছুনআলহামদুলিল্লাহ
উত্তরমুছুন