অনেকেই হয়তো অবাক হচ্ছেন! ভাবছেন; ভুল প্রশ্ন! এটা আবার কেমন কথা। সারাজীবন শুনলাম- উত্তর ভুল হয়, প্রশ্ন আবার ভুল হয় নাকি!?
তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, হ্যাঁ মশাই! উত্তরের মতো প্রশ্নও ভুল হতে পারে। যেমন, কেউ আপনাকে প্রশ্ন করলো; লাল রঙের ঘ্রাণ কেমন? বা রেড কালারের ফ্যাভার কী? তখন আপনি তাকে বলবেন ভাই! আপনার প্রশ্নটি ভুল অর্থাৎ কালার বা রঙের নিজস্ব কোন ঘ্রাণ নেই। সুতরাং 'লাল রঙের ঘ্রাণ কেমন' এ ধরনের কোন প্রশ্ন-ই উঠবে না।
অতএব আমরা বুঝতে পারলাম উত্তরের মতো প্রশ্নও ভুল হতে পারে। আর ভুল প্রশ্নের উত্তর দেয়ার প্রশ্ন-ই আসে না।
উপরোল্লিখিত প্রশ্নটিও ভুল। কেন ভুল, তা ব্যখ্যা করছি।
প্রশ্নটির মধ্যে দুটি অংশ রয়েছে।
১/ আল্লাহ কি (এমন কিছু) সৃষ্টি করতে পারবেন? অর্থাৎ তিনি কি সক্ষম?
২/ তিনি (তা) ধ্বংশ করতে পারবেন না? অর্থাৎ তিনি কি অক্ষম?
প্রথম অংশটির সারমর্ম হলো- আল্লাহ কি সক্ষম?
দ্বিতীয় অংশটির সারমর্ম হলো- আল্লাহ কি অক্ষম?
দুইটা অংশকে একত্র করে প্রশ্নটা এমন ভাবে সাজানো হয়েছে যে, একইসাথে সক্ষমতা ও অক্ষমতাকে স্বীকার করতে হবে। অর্থাৎ তিনি কি একইসাথে সক্ষম এবং অক্ষম হতে পারবেন?
আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন; আল্লাহ সবকিছুতে সক্ষম।
تَبٰرَکَ الَّذِیۡ بِیَدِهِ الۡمُلۡکُ ۫ وَ هُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرُۨ ۙ﴿۱﴾
অতি মহান ও শ্রেষ্ঠ তিনি, সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব যাঁর হাতে; তিনি সব কিছু করতে সক্ষম। (সূরা মুলক-১)
আমরাও জানি পরম স্রষ্টা সবকিছুই করতে পারেন। কোন কিছুই তার কাছে অসাধ্য নয়। তিনি সবকিছুতেই ক্ষমতাবান। তাহলে কীভাবে আল্লাহর (স্রষ্টার) ক্ষেত্রে এই প্রশ্ন করা যেতে যে, তিনি কি কোনকিছু ধ্বংস করতে অক্ষম হতে পারবেন? অথচ আমরা জানি তিনি সবকিছু করতে সক্ষম।
আরও সহজ করে বলছি; ধরুন, আমরা জানি আব্দুল্লাহ একজন শিক্ষিত লোক। তবুও আমরা প্রশ্ন করলাম; আব্দুল্লাহ কি অশিক্ষিত হতে পারবে? অর্থাৎ একজন শিক্ষিত লোক কি অশিক্ষিত হতে পারবে?
সুস্পষ্ট ভাবেই বুঝা যাচ্ছে এটি একটি ভুল প্রশ্ন।
ঠিক একই ভাবে আমরা জানি স্রষ্টা সবকিছু করতে সক্ষম। সুতরাং তাঁর ব্যাপারে এ প্রশ্ন করা যাবে না যে, তিনি কি কোনকিছু করতে অক্ষম হতে পারবেন? যদি করি তাহলে উক্ত প্রশ্নটি হবে ভুল প্রশ্ন। যেমন নিম্নোক্ত প্রশ্নগুলো ভুল;
১. একজন শিক্ষিত লোক কি অশিক্ষিত হতে পারবে?
২. একজন সক্ষম লোক কি অক্ষম হতে পারবে?
৩. একজন বিবাহিত লোক কি অবিবাহিত হতে পারবে?
রবিউল ইসলাম।
লেখক ও গবেষক, সত্যমনা ব্লগ।
جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا
উত্তরমুছুনআপনাকেও আল্লাহ উত্তম প্রতিদান দান করুন।
মুছুনসত্যমনার পাশে থাকুন, পড়ুন, মন্তব্য করুন এবং সেয়ার করে দ্বীনি কাজে শরীক থাকুন।