সালামের মাধ্যমে কথা শুরু করা ইসলামী কালচারের অন্যতম নিদর্শন। সেটা হটিয়ে (Good morning) 'গুড মর্নিং' পশ্চিমা কালচার ঢুকানো হয়েছে। অর্থাৎ মাদ্রাসার বইতে 'আসসালামু আলাইকুম' বাদ দিয়ে 'গুড মর্নিং' যুক্ত করা হয়েছে। শুধু তাই না, বরং বলা যেতে পারে একটা ইসলামী ব্যাকগ্রাউন্ডের বইকে পশ্চিমা ব্যাকগ্রাউন্ডে পরিণত করা হয়েছে।
এই পরিবর্তন গুলো কেন করা হয়েছে? কেন ইসলামী কালচার উৎখাত করে পশ্চিমা কালচার গিলানো হবে?
কোন যুক্তিতে মুসলমানরা ইসলামী সাংস্কৃতি বাদ দিয়ে পশ্চিমা সাংস্কৃতি চর্চা করতে যাবে?
এই পরিকল্পিত পরিবর্তন তো কেবল ইসলাম বিদ্বেষীদের থেকেই আশা করা যায়। তবে তারা...
তারা কি ইসলামকে মুছে ফেলতে চাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের স্মৃতি থেকে?
রবিউল ইসলাম
সত্যমনা ব্লগ।
COMMENTS