প্রশ্ন:
সমকামীদের দোয়া ও তাওবা কবুল হবে কিনা __?
সত্যমনার কাছে প্রশ্ন পাঠিয়েছেন মুহা. মোস্তফা কামাল।
উত্তর:
সমকামিতা টপিকে সত্যমনায় দু'পর্বের দু'টি আর্টিকেল আছে। পর্বঃ ১ ও পর্বঃ ২।
কেউ যদি সমকামিতার মতো এমন জঘন্য অপরাধ ঘটিয়েফেলে। এবং এ অপরাধের প্রমাণ ইসলামের নিয়ম অনুযায়ী পাওয়া যায়। তাহলে শরীয়াহ আইনে তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলা হয়েছে। যে ব্যক্তি এ অপরাধ করবে এবং যার সাথে তার স্বইচ্ছায় তা করবে। উভয়ই এ শাস্তির আওতায় পড়বে।
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ وَجَدْتُمُوهُ يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوطٍ فَاقْتُلُوا الْفَاعِلَ وَالْمَفْعُولَ بِهِ ".
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সা. বলেছেন: কাউকে সমকাম করতে দেখলে, তোমরা উভয় সমকামীকে হত্যা করবে।[1]
সমকামীদেরকে হত্যা করার ব্যাপারে সকল ছাহাবায়ে কেরাম ঐক্যমত। কিন্তু হত্যার ধরনটা কেমন হবে, এ ব্যাপারে ভিন্ন ভিন্ন মত পওয়া যায়।
হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত__
عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الَّذِي يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوطٍ قَالَ : " ارْجُمُوا الْأَعْلَى وَالْأَسْفَلَ، ارْجُمُوهُمَا جَمِيعًا ".
হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি নবী সা. থেকে বর্ণনা করেন। যাদের মাঝে সমকামিতা পাওয়া যাবে তাদের উভয়কে উপর নিচ করে পাথর মেরে হত্যা করবে।[2]
হযরত আলী রা. এর মতে আগুনে পুড়িয়ে সমকামীদেরকে হত্যা করতে হবে।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. এনে সর্বোচ্চ দালান থেকে উপুড় করে নিক্ষেপ করে পাথর মেরে হত্যা করতে হবে।
সমকামীদের তাওবা কবুল হবে কিনা__
সমকামীদের তাওবা কবুল হবে কিনা এটা জানার আগে আমাদেরকে জানতে হবে সমকামিতা কোন ধরনের গুনাহ।
সমকামিতা হলো কবিরা গুনাহ। আর তাওবার শর্তগুলো মেনে সঠিক পদ্ধতিতে তাওবা করলে, আল্লাহ তায়ালা কবিরা গুনাহ মাফ করেন।
তাহলে আমরা বুঝতে পারলাম কবিরা গুনাহ তাওবার দ্বারা মাফ হয়। সমকামিতা যেহেতু কবিরা গুনাহ সেহেতু তাওবা করলে সেটাও মাফ হবে।
তবে এক্ষেত্রে মনে রাখতে হবে। তাওবা কবুল করা না করা আল্লাহর মর্জি। তিনি যাকে ইচ্ছে মাফ করেন। যাকে ইচ্ছে মাফ করেন না। সুতরাং আল্লাহ প্রিয়বান্দা হয়ে থাকাটাই অধিক নিরাপদ।
সমকামীদের দোয়া কবুল হবে কিনা__
দোয়া করা একটি স্বতন্ত্র ইবাদত। আল্লাহর কাছে যত বেশি চাওয়া হয়, আল্লাহ তায়ালা ততো বেশি খুশে হন। তার ভাণ্ডারে কোনো কিছুর কমতি নাই।
সমকামিতার মতো জঘন্য অপরাধে, ঘৃণিত পাপাচারে লিপ্ত হওয়াটা অপরাধ ঠিক আছে৷ কিন্তু বান্দা যখন নিজের ভুল বুঝতে পেরে। লজ্জিত হয়। ফিরে আসে। তখন আল্লাহ কেনই বা তার দোয়া কবুল করবেন না!
আহমাদ আব্দুর রাজ্জাক
Ahmad Abdur Razzak
লেখক ও আলোচক: সত্যমনা অর্গানাইজ।
তথ্যসূত্রঃ
[1] কিতাব: সুনানে আবু দাউদ। হাদিস নং: ৪৪৬২
[2] সুনানে ইবনে মাজাহ। হাদিস:২৫৬২
কাফেরদের কাছে ইসলামের উপকারের জন্য সাহায্য চাওয়া যাবে কি???
উত্তরমুছুনআসলে এই সমকামিতা এমনভাবে পশ্চিমাবিশ্ব ছাড়িয়ে মুসলিমবিশ্বে ছড়িয়ে পড়ছে যে, অনেক অবুঝ মুসলমানও এর আক্রমণের শিকার হচ্ছে
উত্তরমুছুন