বই পরিচিতি
নাস্তিকরা আজীবন বিশ্বাসীদের বিশ্বাস নিয়ে ঠাট্টা করেছে। বিশ্বাসকে কেন্দ্র করে বারংবার ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। ব্যঙ্গ বিদ্রুপ কটাক্ষ ও অবমাননা কোনো কিছুই বাকি রাখেনি। চালিয়েছে তথ্যসন্ত্রাস। ইনিয়েবিনিয়ে তৈরি করেছে হাজারো অবান্তর প্রশ্ন। পক্ষান্তরে বিশ্বাসীরা কেবল জবাব দিতে দিতে হয়েছে ক্লান্ত। পাল্টা প্রশ্ন তৈরির চিন্তা করেনি কখনো। প্রশ্নের তীর ছুড়ে ক্ষতবিক্ষত করেনি তাদের অবিশ্বাসী অন্তরগুলো। কিন্তু কথায় আছে প্রশ্ন কখনো শেষ হবার নয়। ব্যস, অনেক হয়েছে। এবার তাদের পালা। এবার আমরা প্রশ্ন করবো তারা উত্তর খুঁজবে। খুঁজে খুঁজে মরিয়া হবে। যে বিশ্বাস নিয়ে তাদের এত মাথাব্যথা সে বিশ্বাস দিয়েই তাদের ঘায়েল করবো। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে, তারাও বিশ্বাসী। এমনকি অন্ধবিশ্বাসী।
বই সম্পর্কে অভিমত
জনাব রবিউল ইসলামের 'নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ' বইটার পাণ্ডুলিপি আমি পড়েছি। ১৭ টা নিবন্ধে লেখক নাস্তিকতার ব্যবচ্ছেদ করেছেন। লেখার ধাঁচ একাডেমিক। নাস্তিকতার প্রতি যাদের মোহ আছে কিংবা নাস্তিক্যবাদের যারা পক্ষে, যারা বিজ্ঞানবাদিতাকে নাস্তিকতাবাদের পক্ষে কাজে লাগায়, তাদের টকিং পয়েন্টগুলোকে এখানে বিশ্লেষণ করার চেষ্ট করা হয়েছে।
নাস্তিকতাবাদও যে এক ধরনের বিশ্বাস, বরং বাতিল ধর্মবিশ্বাসের মতো অন্ধবিশ্বাস তা লেখক অকাট্যভাবে তুলে ধরেছেন। বইটার কলেবর ছোট হলেও বক্তব্য সাবলীল ও সহজবোধ্য।
বইটার বহুল প্রচার কামনা করি। খোলা মন নিয়ে পড়লে অনেক ভ্রান্তির অপনোদন হবে।
মোহাম্মদ মোজাম্মেল হক
সহযোগী অধ্যাপক
দর্শন বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বইটি অর্ডার করুন
বইটি অর্ডার করতে সত্যমনা প্রকাশনী পেইজে যোগাযোগ করুন।
COMMENTS