সত্যমনা ডট কম'র কার্যক্রম
সত্যমনা ডট কম হলো, ইসলাম, তুলনামূলক ধর্মতত্ত্ব, প্রশ্নোত্তর, মতবাদসমূহ, গল্প-সাহিত্য, নাস্তিকতাবাদের অসারতা, এবং এ সম্পর্কে বিজ্ঞান, দর্শন এর ব্যাখ্যা,ও উক্ত বিষয়গুলোকে ঘিরে মুক্তচিন্তা বিষয়ক লিখালিখির প্লাটফর্ম।
সত্যমনা প্লাটফর্ম এর বিশেষ বৈশিষ্ট্য হলো– আমরা শুধুমাত্র সত্যমনা পাঠক তৈরিতেই সীমাবদ্ধ নই। আমরা চাই 'সত্যমনা'র হাত ধরে গড়ে উঠুক অজস্র সত্যমনা লেখক। যারা যুগের পর যুগ দিকভ্রান্ত মানুষকে সত্যের পথ দেখাবে। সত্যমনা এর কিছু বৈশিষ্ট্য প্লাস কার্যক্রম...
__১ম ||
কৌতূহলী ব্যক্তির জটিল ও প্রত্যাশিত প্রশ্নটির উত্তর জানিয়ে সন্তুষ্ট করা। জ্ঞান পিপাসু পাঠকদের তৃষ্ণা নিবারণ।
__২য় ||
সৃজনশীল চিন্তার উদ্ভাবন। কেবল প্রশ্নের উত্তর জানায় সীমাবদ্ধতা নয়, নিজ থেকে উত্তর প্রদানেও সক্ষমতা অর্জন।
__৩য় ||
লিখালিখির প্রতি উৎসাহ প্রদান। লিখালিখির সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো।
__৪র্থ ||
একদল 'সত্যমনা লেখক' নামে সত্যমনা কর্মী তৈরী। যারা কেয়ামত পর্যন্ত এ-কাজে নিয়োজিত থাকবে।
__৫ম ||
সত্যমনা লেখকদের সৃজনশীল চিন্তাকে পুঁজি করে সংকলিত হবে অজস্র টপিকে অজস্র সৃজনশীল বই।
__৬ষ্ঠ ||
এমনকি উক্ত লেখাগুলোর উপর ভিত্তি করেই তৈরি হতে থাকবে সত্যমনা ই-বুক, অ্যাপ, ম্যাগাজিন, ভিডিও ইত্যাদি। যার মাধ্যমে যুগের পর যুগ মানুষেরা জ্ঞানার্জনে তৃপ্ত হবে। ইনশাআল্লাহ।
সত্যমনার সাথে যুক্ত থাকলে আশাবাদী আপনিও হয়ে উঠবেন আমাদেরই একজন।
একদম প্রাথমিক পর্যায় থেকে শুরু করার জন্য আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন। গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করুন।
আর ইমেইলে আপনার লেখা পাঠানোর জন্য উক্ত মেইলটি ব্যবহার করুন- writting@sotto-mona.com
আমাদের সম্পর্কে আরও জানতে এই লিংকে ভিজিট করুন। তাছাড়া আপনাদের যেকোনো জিজ্ঞাসায় ফেসবুক পেজে নক দিতে পারেন।